Faruk Ahammed

"আমার কবিতা অল্প"

"আমার কবিতা অল্প"

 ফারুক আহাম্মেদ



আমার কবিতা অল্প


 সেই ছোট্ট বেলায় খেলেছি কত গুলি খেলা বউ তোলা , 
নদীর মাঝে নৌকা চলে লাল , নীল , পাল তোলা |

 হাজার বাধার অসীম সাহসে নৌকা চালাই তারা ,
 এসব দেখে কাটতো দিন হতাম দিশেহারা |

 উড়তো পাখি গাইতো গান , কেউ বা দিতো গুনে টান ,
 চলতো নদী প্রবাহমান এখনো চলে সেই অম্লান |

 সবুজ মাঠের সোনালী ধানের অপেক্ষা কৃষানের , 
গাড়িয়াল ভাইয়ের জারি সারি আর বাঁশি বাজে রাখালের | 

 নদীর ধারে একলা বসে ভাবছি কত গল্প ; 
এইতো বুঝি শেষ হলো ," আমার কবিতা অল্প" |


4 comments:

Theme images by fpm. Powered by Blogger.